City Subconscious/শহরের অবচেতনে

Aananda Antahleen

August 19 to September 7, 2022, Dwip Gallery, 1/1, Block D (g floor), Lalmatia, Dhaka

City Subconscious/শহরের অবচেতনে

“রাস্তার দুই পাশের দৃশ্য এতো দ্রুত পালটাইতে থাকে যে আমার শহরের সব জায়গায় নিজেরে বহিরাগত মনে হয়। এখানে সবাই আর সবকিছু অন্য সবার আর সবকিছুর সাথে পাল্লা দিয়ে, দমায় রেখে বেড়ে উঠতে ব্যস্ত। একই সাথে পাল্লা দিয়ে যেন আলোর ঝলকানিও বাড়তে থাকে। এক সময়ের অন্ধকার রাস্তা বা সোডিয়াম লাইটের জায়গায় এখন অনেক রঙের আলো পড়ে। আমার আরো অস্বস্তি লাগতে থাকে। সংস্কৃতে নাকি অন্ধকার মানে ‘অন্ধ করে যা’। তার মানে আলোর অভাব যেমন অন্ধকার, তেমনি অতিরিক্ত আলোও চোখ ধাঁধায় দিতে পারে।” – আনন্দ অন্তঃলীন

“এই ছবিটারে আমি সেল্ফ পোর্ট্রেট বলি। কারণ আমারো মাঝে মধ্যে নিজেরে কুত্তাটার মতো কনফিউজড মনে হয়। মনে হয় যেন এই ভয়াবহ শহরে আমিও রাস্তার মধ্যে দিক হারায় বোকার মতো চায়া আছি। আবার ছবি তুলতে বাইর হইলে আমিও রাস্তার একটা কুত্তার মতোই অলিগলি ঘুইরা বেরাই। ছবি তোলার মতো সুবিধাজনক জায়গা খোঁজার চেষ্টা করি। মূল কথা হইল, অনেক ভাবেই আমি এই কুত্তাটার সাথে রিলেট করতে পারি।” – আনন্দ অন্তঃলীন

 

এই গল্পের বিষয়বস্তু ঢাকা শহর; সময় ও স্থানের প্রেক্ষাপটে শহরে নির্মিত বিভিন্ন ঘটনা/অবস্থা/অভিজ্ঞতার আত্মকেন্দ্রিক বয়ান। নাগরিক অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, এবং ক্ষমতা কাঠামোর পর্যালোচনা/মন্তব্য এর অন্তর্ভুক্ত; তেমনই অন্তর্ভুক্ত একান্ত, ঘনিষ্ঠ মুহুর্তের প্রতিবেদন। এটা ব্যক্তি এবং কাঠামোর এই দ্বান্দ্বিক বোঝাপড়ার মধ্য দিয়ে তৈরি হতে থাকা একটা ডকু-ফিকশন। শেষ পর্যন্ত যা এই শহরের সঙ্গে আমার বোঝাপড়ার একটা চলমান গল্প। নাগরিক, আর্থ-রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হতে থাকা ব্যক্তি অভিজ্ঞতার আখ্যান।

কীভাবে বৃহত্তর আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা ব্যক্তিজীবনে ছাপ রাখে এবং কীভাবে এসকল বৃহত্তর কাঠামো প্রতিনিয়ত ব্যক্তিকে প্রভাবিত করে, তার একটি আত্মকেন্দ্রিক গল্প বলার ইচ্ছা থেকে এই কাজের শুরু। গল্পটা তৈরি হয়েছে বিগত পাঁচ/সাড়ে পাঁচ বছরে এবং তার ভিত্তি হলো, গত এক দশকের বেশি সময় ধরে ঢাকা শহরে ঘটতে থাকা কাঠামোগত উন্নয়ন, ক্রমবর্ধমান চাকচিক্য, এবং এসবের সাথে বোঝাপড়া চালানোর একটা চেষ্টা। একই সাথে তা এই শহরকে কেন্দ্র করে আমার বিরক্তি, ঘৃণা, ক্ষোভ, যন্ত্রণা, উচ্ছ্বাস, প্রশান্তিরও একটা ভিজুয়াল ডায়েরি।

ঢাকা শহরের পুঁজিবাদী উন্নয়নের চাকচিক্যের বিপরীতে বাস্তবতা আমাদের সামনে ভিন্ন একটা চিত্র তুলে ধরে, যেই বাস্তবতা শহরের প্রত্যেকটা মানুষের জন্য আলাদা এবং স্বকীয়। এই জায়গা থেকেই গল্পটাকে যতোটা না ডকুমেন্টারি বলা যায়, তার চেয়ে বেশি হচ্ছে একটা ডকু-ফিকশন, যা বাস্তব/সামাজিক সত্য ও ব্যক্তির সত্যের ঘাত-প্রতিঘাতে তৈরি হওয়া একটা বয়ান।

ঢাকা শহরের জনসংখ্যা ইতোমধ্যে ২ কোটি ছাড়িয়ে গেছে এবং প্রতিবছর আনুমানিক প্রায় ৫ লাখ মানুষের আগমন ঘটে। জনসংখ্যার আধিক্য, বৈষম্য, নিরাপত্তাহীনতা, দূষণ, সার্বিক জীবনযাত্রার মানের ক্রম অধঃপতন এই সবকিছুর পরেও ঢাকা শহরের প্রতি মানুষের মোহ কোন মাত্রায় কমেনি। “উন্নয়ন”, “প্রবৃদ্ধি” ও “অগ্রগতির” চোখ ঝলসানো আলো এখানে সর্বত্র বিদ্যমান, কিন্তু সেই সুযোগ-সুবিধা ভোগ করার সামর্থ্য বা অধিকার রয়েছে খুব কম মানুষের। তখন আমাদের প্রশ্ন করতেই হয় এই চোখ ধাঁধানো উন্নয়ন বা অগ্রগতি ঠিক কাদের জন্য? কারা এর ফল ভোগ করে? কারা এই মহাযজ্ঞের অন্তর্ভুক্ত, আর কারা নয়? ক্ষমতাসীনদের প্রচারণা ও পুঁজিপতিদের ব্যবসায়িক জাঁকজমকের বিপরীতে এখানে বাস্তবতা বৈষম্যের, শোষণের, সহিংসতার।

নির্দিষ্ট সামাজিক শ্রেণির অন্তর্ভুক্ত হয়ে সকল (শ্রেণির) মানুষের বাস্তবতা সম্পর্কে মন্তব্য করা গেলেও কোনভাবেই সেটার পূর্ণাঙ্গ উপলব্ধি সম্ভব না, এবং এই গল্পে এমনটা করার চেষ্টাও করা হয়নি। এই গল্প/বয়ান/ন্যারেটিভ একান্ত ব্যক্তিগত। নিজস্ব বিশ্বাস, চিন্তা, আদর্শ, স্মৃতি, আবেগ, অভিজ্ঞতার ছাপ এইখানে সর্বত্র। দীর্ঘদিন ধরে এই কাজটা করার কারণে সময়ের সাথে সাথে শহরকে দেখার দৃষ্টিভঙ্গিরও পরিবির্তন ঘটেছে। সেই দৃষ্টিভঙ্গি ক্রমাগত পালটে কখনো সাইকিডেলিক, কখনো জাদুবাস্তব, কখনো নৃবিজ্ঞানের, কখনো নৈরাজ্যের। এই কাজটা একদিকে যেমন একান্ত ব্যক্তিগত ভিজ্যুয়াল ডায়েরি, অন্যদিকে তা শহরের অবস্থা/পরিস্থিতির ওপর মন্তব্য।

City Subconscious/অবচেতন শহরে একটি ঘাড়ত্যাড়া প্রজেক্ট। কিউরেট করেছেন কাজী তাহসিন আগাজ অপূর্ব।

 

This story is about the city of Dhaka; a subjective narrative of the different circumstances/situations/experiences in the context of the city. Just as this story contains commentary/critique of urban economic, political, cultural, & power structures, representations of private, intimate moments are included. Let’s call it a docu-fiction constructed through a dialectical understanding between the broader structures and an individual. In the end, it’s a story of my ongoing conversation with the city, a story of my own reality amidst the urban politico-economic context.

This work began from my urge to tell a story about how the broader socio-economic & political structures persistently manipulate & shape the individual. The story’s been ongoing for the past 5 years & it’s based on the exponential infrastructure growth, overwhelming glamour in the city, & my attempt at reaching an understanding with it. Simultaneously, it’s a visual diary of my moments of confusion, frustration, anger, turmoil, happiness, & bliss.

Dhaka has already reached a population exceeding 20 million & estimated 500,000 more people migrate into the city every year. Despite its increasing problems with overpopulation, inequality, insecurity, pollution, & decreasing living standards, the city has not lost its appeal one bit. The blinding lights of “Development”, “Growth”, & “Progress” are everywhere, but it’s never truly accessible for the majority. We might be tempted to ask, for whom exactly is all of this happening? Who’s included in this vulgar festivity, and who’s not? In contrast to the propaganda of the powerful & the mercantile grandeur of the capitalists, the reality here is one of inequality, oppression, & violence.

Coming from a specific privileged social class, it may be possible for me to make a few comments about every other social class, but it’s unrealistic to claim a complete understanding. I reject any idea of objective documentation & the stories I tell are entirely personal. Limits & signs of my personal belief, thoughts, ideology, memories, emotions, & experiences are seen everywhere. As I have spent more & more time telling this story, my views on the city have also constantly evolved. Sometimes it’s psychedelic, sometimes it’s magic realistic, sometimes it’s anthropological, & sometimes it’s anarchistic. It’s a private visual diary, & it’s also a commentary on the situations I encounter.

City Subconscious – A Ghartera project – is curated by Kazi Tahsin Agaz Apurbo.

https://www.facebook.com/100078967815201/videos/pcb.1005542213429664/586392679805217

https://www.facebook.com/ghartera.art/videos/5255122467939152?idorvanity=997310977586121

https://www.facebook.com/ghartera.art/videos/5274781392639055?idorvanity=997310977586121