সুপ্রভাতঃ সুপ্রভাত বাংলাদেশঃ সুখবর পড়ুন মিষ্টিমুখ করুনঃ জসীমের অনেক দুক্ষ তাকে ভালোবাসো

আফসানা শারমিন ঝুমা, পলাশ ভট্টাচার্য, এমিলি ফ্লাওয়ার, সাবিরা শাহীনুর, রাজীব দত্ত

September 11-16, 2022, Dwip Gallery, 1/1, Block D (g floor), Lalmatia, Dhaka

সুপ্রভাতঃ সুপ্রভাত বাংলাদেশঃ সুখবর পড়ুন মিষ্টিমুখ করুনঃ জসীমের অনেক দুক্ষ তাকে ভালোবাসো

চেরাগী জায়গাটি খবরের কাগজ, প্রিন্টিং, বইয়ের দোকান এবং সন্ধ্যাকালীন আড্ডার সংস্কৃতি বহন করে বলে সমসাময়িক শিল্পচর্চার জন্য আমাদের কাছে জায়গাটি প্রাসঙ্গিক মনে হয়। যোগ আর্ট স্পেসের সদস্যদের নিয়মিত-অনিয়মিত যাতায়াত ছিল এই জায়গায়। ২০১২ সালে প্রথম চেরাগী আর্ট শো যাত্রা শুরু করে, মূলত গ্যালারির বাইরে শিল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাদ্ধমে। ২০১৯ সালে চেরাগী আর্ট শো-৭,অনুষ্ঠিত হয়েছিল। তার পর করোনা মহামারীর কারণে ২ বছর শো বন্ধ ছিলো। যদিও, চেরাগী আর্ট শো এর একটি রিপ্রেসেন্টেশন আমরা করেছিলাম “চেরাগী ভিন্ন” নামে “ছবিমেলা শূন্য” তে। ওই শো চেরাগী শো এর এক থেকে সাত নম্বর থেকে আয়োজন-প্রয়োজন-অভিজ্ঞতা ভিন্ন ছিলো, সেই সূত্রে নামটি “ভিন্ন” দেয়া হয়েছিল।

এই বছরের জুন মাসে চেরাগী শো এর ৮ নম্বর পর্ব আয়োজনের সময় একটি অনাখাঙ্খিত ঘটনা ঘটে, চেরাগী পাহাড় বই লেইনে অর্থাৎ যেই স্পেস জুড়ে আদতে আমরা এই প্রদর্শনী আয়োজন করে থাকি সেখানে। ফলে, স্পেসটি চারপাশে ভয়-দ্বিধা-সংশয় এর একটি কারণ হয়ে দাঁড়ায় এবং প্রদর্শনীটিকে আমরা বছরের শেষ প্রান্তে নিয়ে আসি। আশা করি এই বছরের ডিসেম্বর মাসে আমরা চেরাগী আর্ট শো-৮ আয়োজন করতে পারবো।

এই আয়োজনে থাকছে, খবরের কাগজ দিয়ে তৈরী হওয়া দুইজন শিল্পীর দুটি ইনস্টলেশন-পারফরম্যান্স, সকাল বেলা চেরাগী পাহাড় বই লেন এ খবরের কাগজ পরিবেশন নিয়ে যে দৃশ্য তৈরী হয় সেই বিষয়ে একটি ভিডিও-আর্ট এবং জসিমের দুঃখ নিয়ে ঘটে যাওয়া এবং প্রদর্শিত হওয়া বিগত চেরাগীর শিল্পকর্ম। প্রদর্শনীতে আরো থাকছে প্রথম চেরাগীর একটি ভিডিও ডকুমেন্টেশন, চেরাগী-৭ নিয়ে একজন ফিল্ম মেকারের ফিল্ম এবং বিগত চেরাগী শো-এর কিছু প্রকাশনা। এই রিপ্রেসেন্টেশন চেরাগীর প্রদর্শনীর একটি সারসংক্ষেপ বহন করে, ঢাকায় যারা নানা রকম চর্চার সাথে যুক্ত আছেন তাদের সাথে এই আয়োজনের মাদ্ধমে আলাপ-আলোচনার হবে বলে আশা করি। তিনটি বিক্রয়যোগ্য শিল্পকর্মও থাকছে এই আয়োজনের সাথে যার বিক্রয়মূল্য ব্যবহার করা হবে চেরাগী আর্ট শো ৮ প্রসঙ্গে।

https://www.facebook.com/100002559015341/videos/pcb.1280731592675800/777505969887244

https://www.facebook.com/zahed.a.chowdhury/videos/5494007674018297?idorvanity=1280119382737021