'যদিবা গর্ভে আগলে রাখা যেতো'
Performance by Afsana Sharmin Zhumpa
July 4m 2023, Dwip Gallery, 1/1, Block D (g floor), Lalmatia, Dhaka
কায়াই নারীর জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এই কায়ার দোহাই দিয়ে সমাজ মেয়েদের জন্য বেধে দিয়েছে নানা নিয়মের প্রতিকূল পরিবেশ। সময় বদলে গেলেও বদলায়নি মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভংগী।যেকারণে মেয়েদের পায়ে পায়ে জড়িয়ে থাকে হাজার জটিলতা। কখনো কখনো মনে হয়, যদিবা কোনোদিন জন্মই না হতো, যদিবা সর্বদা মায়ের গর্ভের শীতলতায় ঘুমিয়ে থাকা যেতো!!!আর যখন আমি নিজেই এক কন্যাশিশুর মা, আমি জানি জীবন তাকে কত পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছে, কত বিপন্নতার ভাবনা যুক্ত করতে যাচ্ছে, কত দায় চাপাতে যাচ্ছে। কত সাবধানে থেকেও অসাবধানতার ছোবলমুক্ত থাকা যায়না, কত কষ্ট সাধ্যের পরেও স্বাধীন উড়া যায়না, কত রেখে ঢেকে চললেও শেষ রক্ষা হয়না… এইসব ভাবনার ভেতর দিয়ে যেতে যেতে মনে হয় কি করে এইসব কিছু থেকে আমার সন্তানকে রক্ষা করবো???যদিবা আমার কন্যাকে আবার আমার গর্ভে ফিরিয়ে নেয়াভযেতো…অথবা মায়ের গর্ভের মতন শীতলতায় জীবন দেয়া যেতো…।