এ বসন্তে কে বেশি বেদনাহত ? ফুল না আমি?

a performance by Sumana Akter

February 15-17, 2024, Dwip Gallery, 1/1, Block D (g floor), Lalmatia, Dhaka

এ বসন্তে কে বেশি বেদনাহত ? ফুল না আমি?

সুমনা আক্তারের চলমান কর্মসূচির এক গুরুত্বপূর্ণ অংশ হল ফুল, তার শৈল্পিক অনুসন্ধানের পথে ফুল তার বস্তুবাদী উপস্থিতির মাত্রা পেরিয়ে হয়ে উঠেছে প্রতিরোধের প্রতিক। এই কর্মসূচির যাত্রা শুরু আনুমানিক ৯ বছর আগে, নারায়ণগঞ্জে সুমানার নিজের বাসায়। তারপর বিভিন্ন সময়ে সুমনা বিদেশে সবার সামনে ফেরত নিয়ে এসেছে তার এই রাজনৈতিক পারফরমেন্স ক্রমাগত ভাবেই। বর্তমান আর্থ-সামাজিক জীবনের অস্থিরতা সুমনাকে পুনর্বার বাধ্য করেছে ভাবতে এই ক্রমবর্ধমান কাজটি নতুনভাবে চিন্তা করতে। ১৫ এবং ১৬ই ফেব্রুয়ারী ২০২৪ তারিখে ঢাকার দ্বীপ গ্যালারীতে সুমনাকে পাওয়া যাবে সবার মাঝখানে আরও একবার, সেই একই আকুতির মাঝখানে। কোনও কিছু মৌলিক চিন্তার থেকেও সুমনা অনেক বেশি চিন্তিত: এই রাজনৈতিক অসামঞ্জস্যর মাঝে দাঁড়িয়ে কেমন করে নিরাপদ পরিবেশ প্রস্তুত হতে পারে, যেখানে জীবনের শ্রম এবং ভালোবাসার অঙ্গীকারের মধ্যে একটি সম্পূরক সংকেত তৈরি হতে পারে। পারফরমেন্স পরবর্তী দিনে (১৭ই ফেব্রুয়ারী) থাকছে একান্ত আলাপ সরাসরি সুমনার সাথে, আমাদের একান্ত প্রত্যাশা সপরিবারে আসুন, আমারা কথা বলি। আমাদের এই উদ্যোগ চলমান কিউরেটরিয়াল আলোচনার সম্প্রসারিত অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে, যেখানে সুমনা আক্তার এবং কৌর চিমুক* যৌথভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক পারফরমেন্সের চর্চাকে ফিরে দেখতে চাইছে উত্তর ঔপনিবেশিক সময়কালে।

*কিউরেটরিয়াল পদ্ধতিবিদ-ট্রান্সডিসিপ্লিনারি গবেষণা কর্মী, বর্তমানে ভারত-বাংলাদেশ-সুইডেন থেকে কর্মরত ।